গাজীপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ, পুলিশের দাবি ‘বাতাসে ভেঙেছে’
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০২:১৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের কাশিমপুরে দুর্গাপূজার প্রস্তুতির মধ্যে ভাঙচুরের শিকার হয়েছে কয়েকটি প্রতিমা। ঘটনার পরপরই স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে পুলিশ দাবি করছে, এটি ছিল নিছক একটি প্রাকৃতিক দুর্ঘটনা।
বুধবার দুপুরে কাশিমপুরের নামা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পূজা উদযাপন কমিটি অভিযোগ করেছে, দুপুরে খাবারের সময় প্রতিমাগুলোর দায়িত্বে থাকা লোকজন সাময়িকভাবে বাইরে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা মণ্ডপে ঢুকে প্রতিমাগুলো ভেঙে পালিয়ে যায়। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
সন্ধ্যার পর পাহারাদাররা মণ্ডপে গিয়ে দেখেন প্রতিমাগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে কাশিমপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি পর্যালোচনা করে।
পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা প্রতিমাগুলো সবসময় পাহারার ব্যবস্থা রেখেছিলাম। তবে দুপুরে খাবারের জন্য সাময়িকভাবে সবাই বাইরে গেলে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করে পালিয়ে যায়। সন্ধ্যার পর পাহারাদাররা যখন ভেতরে বাতি দিতে যায়, তখন প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পায়। এ বিষয়ে আমরা থানা পুলিশকে অবহিত করেছি।”
এদিকে ঘটনার প্রকৃত কারণ নিয়ে রয়েছে ভিন্নমত। কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার আবু নাসের মো. আল আমিন বলেন, “কাল সারাদিন বৃষ্টি ও বাতাস ছিল, বাতাসেই প্রতিমা ভেঙে গিয়েছে, এর বাইরে কিছু নয়।”
স্থানীয়দের অভিযোগ ও পুলিশের ব্যাখ্যার মধ্যে স্পষ্ট অমিল থাকায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।