যুক্তরাষ্ট্রের সেনা-নৌ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: যুবদল নেতা বহিষ্কার


যুক্তরাষ্ট্রের সেনা-নৌ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: যুবদল নেতা বহিষ্কার

প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিনাজপুর জেলার হাকিমপুর পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্য পদসহ সম্পূর্ণভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এই তথ্য সোমবার (১৫ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর শান্তিনগর থেকে সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনা বা নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বন্ধুত্ব গড়ে সে স্বর্ণ, হীরা ও ডলার পাঠানোর নাম করে অর্থ হাতিয়ে নিয়েছেন। ফারুক হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে বহিষ্কারাদেশ কার্যকর করেছেন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বহিষ্কারের কারণ হিসেবে নৈতিক স্খলনকে দায়ী করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×