ভাঙ্গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া


ভাঙ্গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে আবারও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী যান চলাচল স্বাভাবিক রাখতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার ভোরে অবরোধের কার্যক্রম কিছুটা বন্ধ থাকলেও সকাল সাড়ে ১০টার পর আবার তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।

প্রত্যেকটি অবরোধ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ সতর্কতা ও নিরাপত্তা জোরদার করেছে। গত শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত আন্দোলনকারীরা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা করেছিলেন। রোববার তারা সকাল থেকে সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথ বন্ধ রাখেন।

পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান এবং তিন দিনের অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন। এর ফলে সোমবার সকাল থেকে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের সকল যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। তবে সকাল সাড়ে ১০টার পর আন্দোলনকারীরা পুনরায় সড়ক অবরোধ শুরু করেন।

স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা অবরোধের কারণে জনজীবন কিছুটা স্থবির হয়েছে, তবে তারা সরকারের কাছে ভাঙ্গাবাসীর দাবি পূরণের জন্য জোর দেন।

ট্রাক চালক ইকবাল ও কয়েকজন শ্রমিক বলেন, "সকাল থেকে ভাঙ্গা থেকে ঢাকাগামী খুব অল্প সংখ্যক যানবাহন চলাচল করছে। অবরোধের কারণে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ হয়ে ২১টি জেলায় যাতায়াত প্রায় বন্ধ ছিল।"

উপজেলা প্রশাসক (ইউএনও) মিজানুর রহমান জানান, "সড়কের যানবাহন স্বাভাবিক রাখতে ভোর ৫টা থেকে ভাঙ্গা উপজেলা ও পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। মানুষের ভোগান্তি কমাতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"

হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, "সকাল থেকে মহাসড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।"

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) উপজেলার সমন্বয়ে গঠিত। নগরকান্দা ও সালথা উপজেলা ছিল ফরিদপুর-২ আসনে। কিন্তু ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এরপর ৫ সেপ্টেম্বর থেকে ভাঙ্গাবাসী দুই ইউনিয়ন ফিরে পেতে টানা অবরোধ কর্মসূচি পালন শুরু করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×