শিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৪৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের দুই নেতার ওপর আকস্মিক হামলা চালিয়েছে। এই ঘটনায় উপজেলা শিবির সভাপতি আলী হোসেন এবং আনোয়ারা কলেজ শিবির সভাপতি মিশকাতুল ইসলাম আহত হন।
হামলার ঘটনা ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় উপজেলা সদর এলাকায়। আহতদের উদ্ধার করে স্থানীয় শিবির নেতারা হাসপাতালে ভর্তি করান। ঘটনার পর মিশকাতুল ইসলাম আনোয়ারা কলেজ ছাত্রদলের পাঁচজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে অভিযুক্তরা হলেন হেটিখাইন গ্রামের আব্দুল বারেকের ছেলে তারেক জিয়া (২৫), ছাতরী ইউনিয়নের মোহাম্মদ শাওন (২২), মোহাম্মদ মাহিন (২৩), মো. সিফাত (২২) এবং পরৈকোড়া ইউনিয়নের মো. জাবেদ (২২)। এছাড়া অজ্ঞাত আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, সদর এলাকায় আনোয়ারা কলেজ ছাত্রদল সভাপতি বোরহান উদ্দিন ও ছাত্রদল নেতা জুয়েল ছাত্রশিবিরের দুই নেতাকে কলেজে যেতে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে তাদের ওপর হামলা চালায়।
আনোয়ারা হাসপাতালের কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন বলেন, আহত দুজনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযোগকারী মিশকাতুল ইসলাম বলেন, গত চার-পাঁচ দিন আগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর ছাত্রদলের হামলা হয়েছিল। আমরা প্রতিবাদ জানাতে গিয়েছি, তাই আমাদের ওপরও হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।