সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনেও ছাত্রশিবিরের দাপট
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ১২:১৬ পিএম, ১৭ অক্টোবর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনেও নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে ছাত্রশিবির, যাদের প্রভাব আগেও রাকসু এবং হল সংসদে পরিলক্ষিত হয়েছে।
শুক্রবার, ১৭ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে জানা গেছে, সিনেটের ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৫৭ জন প্রার্থী। এর মধ্যে ছাত্রশিবিরের নেতৃত্বাধীন সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে ৩ জন, একজন সাবেক সমন্বয়ক এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতদের মধ্যে রয়েছেন রাকসুর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও ছাত্রশিবিরের নেতা মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা, আকিল বিন তালেব, এসএম সালমান সাব্বির এবং সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “আমরা চেষ্টা করেছি নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। শিক্ষার্থীরা আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। আমি বিশ্বাস করি, যারা নির্বাচিত হয়েছেন, তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন।”