স্ত্রীর পরকীয়া নিয়ে প্রশ্ন তুলে স্ত্রীর হাতেই খুন হলেন প্রবাসী স্বামী


স্ত্রীর পরকীয়া নিয়ে প্রশ্ন তুলে স্ত্রীর হাতেই খুন হলেন প্রবাসী স্বামী

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে আকিব হোসেন (৩২) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে পাঠানিয়াগোদা এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতের গলায় একাধিক ছুরির আঘাত পাওয়া গেছে।

আকিব হোসেন কুমিল্লার লাঙ্গলকোটের বাসিন্দা। তিনি মাত্র দুই মাস আগে দুবাই থেকে দেশে ফিরে চট্টগ্রামের পাঠানিয়াগোদায় বসবাস শুরু করেছিলেন।

ঘটনার পর পুলিশ আকিবের স্ত্রী পুষ্পিতা হোসেন এবং তার কথিত প্রেমিক সাইফকে আটক করেছে। জানা গেছে, পুষ্পিতার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় আর সাইফ কর্ণফুলীর মইজ্যারটেক এলাকার বাসিন্দা।

চান্দগাঁও থানার ওসি মো. জাহিদুল কবির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইফুলের সঙ্গে পুষ্পিতার পরিচয় হয়। বিষয়টি নিয়ে আকিবের সন্দেহ তৈরি হয় এবং শনিবার সকালে এ নিয়ে দাম্পত্য কলহ বাধে।

তিনি আরও জানান, ওইদিন সন্ধ্যায় সাইফুলকে বাসায় ডেকে আনা হয়। এসময় আকিবকে ছুরিকাঘাত করেন সাইফুল। ধস্তাধস্তির একপর্যায়ে সাইফুলও আহত হন। খবর পেয়ে পুলিশ আকিবের মরদেহ উদ্ধার করে এবং আহত সাইফুল ও পুষ্পিতাকে হেফাজতে নেয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×