চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে সহ-উপার্চার্যসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:৪৮ পিএম, ৩১ আগস্ট ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় একটি গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির সহ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।
স্থানীয় সাংবাদিকরা জানান, সংঘর্ষের সূত্রপাত ঘটে শনিবার রাত এক শিক্ষার্থী ও গ্রামের এক বাসার দারোয়ানের মধ্যে কথাকাটাকাটির কারণে। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকায় জোবরা গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকা এক ছাত্রী রাত ১১টার পর বাসায় প্রবেশের চেষ্টা করলে দারোয়ানের সঙ্গে তর্কে জড়ায়। এক পর্যায়ে দারোয়ান তাকে শারীরিকভাবে আঘাত করেন।
এরপর ওই ছাত্রী তার বন্ধুদের ফোন করলে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা রাত ৩টা পর্যন্ত চলতে থাকে।
রোববার সকালেও স্থানীয়রা দুই নম্বর গেইট এলাকায় অবস্থান নেন। কিছু সময় পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র জানায়, শনিবার রাত থেকে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।