পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিরকুট


পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিরকুট

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে প্রতিবারের মতো এবারও টাকার সাথে পাওয়া গেছে চিরকুট। প্রতিবারের মতো এবারও দানবাক্সে টাকা পাওয়া গেলেও, এই চিরকুটে উল্লেখ রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।

শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে শুরু হয় দানবাক্সের গণনা। ৪ মাস ১৮ দিন পর খোলা ১৪টি লোহার দানবাক্সে মোট ৩২ বস্তা টাকা পাওয়া গেছে।

চিরকুটে লেখা রয়েছে, "শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।"

এদিন সকাল ৭টা থেকে শুরু হওয়া গণনা কার্যক্রমে অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৪০০ জন মানুষ।

এছাড়া, প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলার নিয়ম থাকলেও এবার ৪ মাস ১৮ দিন পর খোলা হয়। এ কারণে দুটি নতুন দানবাক্সও যুক্ত করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১২ এপ্রিল ৪ মাস ১২ দিন পর দানবাক্স খোলায় রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।

আজকের দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী উপস্থিত ছিলেন। এ সময় মসজিদ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যও দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×