আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির আধিপত্য, জামায়াতের ব্যর্থতা


আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির আধিপত্য, জামায়াতের ব্যর্থতা

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন প্যানেল পূর্ণ বিজয় অর্জন করেছে। বিপরীতে জামায়াতপন্থী প্যানেলের ভরাডুবি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া এই ফলাফল ঘোষণা করেন। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১,১৭২ ভোটারের মধ্যে ১,০৫৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থী প্রার্থী এ হাফিজ মোল্লা পেয়েছেন ৩০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান পেয়েছেন ৭১৮ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. মাঈন উদ্দিন মিয়া পেয়েছেন ১২৮ ভোট।

বিএনপিপন্থী প্যানেলের বাকি প্রার্থীরাও বিপুল ভোটে বিজয়ী হন। সিনিয়র সহ-সভাপতি পদে কাজী আ. গাফ্ফার ৬৯৭, সহ-সভাপতি সাদ্দাম হোসেন ৫৫৫, যুগ্ম সম্পাদক ওমর ফারুক নয়ন ৬৭৫, কোষাধ্যক্ষ শাহাজাদা দেওয়ান ৬৫৫, আপ্যায়ন সম্পাদক মাইন উদ্দিন রেজা ৭৯৭, লাইব্রেরি সম্পাদক হাবিবুর রহমান ৫৯০, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম ৬৪৫, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহান ৫৭২, সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল ৬০০ এবং আইন ও মানবাধিকার সম্পাদক মামুন মাহমুদ ৫৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সদস্য পদেও বিএনপিপন্থী প্রার্থীরা এগিয়ে থাকেন। নির্বাচিত সদস্যরা হলেন ফাতেমা আক্তার সুইটি ৬৯৭, দেওয়ান আশরাফুল ৭৩৪, তেহসিন হাসান দিপু ৫৭৪ এবং আবু রায়হান ৬৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

জামায়াতপন্থী প্যানেল থেকে কেবল সদস্য পদে আফরোজা জাহান ৫২৩ ভোট পেয়ে জয়ী হতে পেরেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×