চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর হাত ভেঙে দিলো দুর্বৃত্তরা


চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর হাত ভেঙে দিলো দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না দেয়ায় ইউসূফ নামে এক ব্যবসায়ীকে মারধর করে তার হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনা ঘটে সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার কর্নগোপ এলাকায়।

আহত ব্যবসায়ী ইউসূফ জানান, তিনি দীর্ঘদিন ধরে কর্নগোপ এলাকায় রহিম মার্কেটে দোকান ভাড়া নিয়ে ভাঙারীর ব্যবসা চালাচ্ছেন। কিছুদিন ধরে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী শফিক ও তার লোকজন তার কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছিল। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দিত তারা। ভয়ে কয়েকদিন আগে ৫০ হাজার টাকা দেন ইউসূফ।

মঙ্গলবার রাতে বাকি টাকা চাইতে শফিকের নেতৃত্বে তার লোকজন ইউসূফের ব্যবসা প্রতিষ্ঠানে যায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে ইউসূফের বাম হাত ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে আহত করে। আশেপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনায় আহত ব্যবসায়ীর স্ত্রী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, ব্যবসায়ীর ওপর হামলার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×