ডিস ব্যবসায় দ্বন্দ্বে হত্যা, ছাত্রদলের ৩ জন বহিষ্কার
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৩০ পিএম, ১৪ আগস্ট ২০২৫

ময়মনসিংহের মুক্তাগাছায় ডিস ব্যবসা ও প্রভাব বিস্তারের বিরোধে মো. ফাহিম মিয়া (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মঞ্জুরুল হক আরিফ এবং সদস্য সচিব আসাদ ফরাজী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—উপজেলার মানকোন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব হাসান, কর্মী মো. আবির ও মো. মারুফ। তারা স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তারার ঘনিষ্ঠ বলে পরিচিত।
চিঠিতে উল্লেখ করা হয়, “জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশ মোতাবেক দলীয় শৃঙ্খলাভঙ্গ ও আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তিনজনকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।”
মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, “হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আসামিদের ধরতে চেষ্টা চলছে।”
গত সোমবার (১২ আগস্ট) মানকোন ইউনিয়নের বোর্ডঘর মোড় এলাকায় ডিস ব্যবসা সংক্রান্ত বিরোধে ফাহিমের চাচা মজনুকে মারধর করছিলেন ছাত্রদল নেতা সজীবসহ তার অনুসারীরা। চাচাকে বাঁচাতে গেলে ফাহিমকেও মারধর করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাতে ফাহিমের মা রুবি আক্তার সজীবকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে মানকোন বোর্ডঘর এলাকায় ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয় বাসিন্দারা। তারা দোষীদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেন।