চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার দুই বিএনপি নেতা বহিষ্কার
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৫৩ পিএম, ১০ আগস্ট ২০২৫

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারের পর সংগঠন থেকে বাদ পড়লেন নারায়ণগঞ্জের দুই বিএনপি নেতা, এস এম আসলাম ও টি এইচ তোফা।
নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম এবং জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে বিএনপি থেকে বহিষ্কার করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।
বহিষ্কারের এই সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি প্যাডে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থি কার্যকলাপে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।
এস এম আসলাম শ্রমিকদলে দায়িত্ব পালন করার পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতির পদে ছিলেন। অন্যদিকে টি এইচ তোফা পূর্বে থানা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আসলাম ও তোফাকে বহিষ্কার করা হয়েছে। এটা সঠিক।"
এর আগে, গত ৬ আগস্ট বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে চাঁদাবাজির অভিযোগে এস এম আসলাম ও টি এইচ তোফাকে ডিবি এবং থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।