সড়ক ছেড়েছে শিক্ষার্থীরা, সচল ঢাকা-উত্তরবঙ্গ যান চলাচল


সড়ক ছেড়েছে শিক্ষার্থীরা, সচল ঢাকা-উত্তরবঙ্গ যান চলাচল

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দীর্ঘদিন থেকে দাবি করা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রোববার সকালে ঢাকা ও উত্তরবঙ্গগামী প্রধান সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ দেখান।

রোববার সকাল ১১টা থেকে তারা ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এই অবরোধ তুলে নেওয়া হয়। তবে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ নিশ্চিত করেন, “আমরা ১২টা ৩০ মিনিটের দিকে সড়ক থেকে সরে দাঁড়িয়েছি। অবরোধ চলাকালে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু সাড়া মেলেনি।”

অবরোধের কারণে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে যাত্রীরা ও পরিবহন চালকদের অনেক দুর্ভোগ সহ্য করতে হয়েছে। অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

প্রায় নয় বছর আগে প্রতিষ্ঠিত হলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখনও ভাড়া করা ভবনে কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে এখানে ১২০০ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী রয়েছেন, যারা বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিজস্ব জমিতে ক্যাম্পাস নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব পাঠিয়েও অনুমোদন পায়নি। ২০২৫ সালের জন্য ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রস্তাব দেয়া হয়েছে, যা এখনো একনেকের নীতিগত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, অনুমোদন ও কার্যকর পদক্ষেপ দ্রুত না হলে তারা কঠোর আন্দোলনে নামবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×