কক্সবাজার ছাড়লেন এনসিপি নেতারা
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৫১ পিএম, ০৮ আগস্ট ২০২৫

কক্সবাজারে আকস্মিক সফর এবং তা ঘিরে রাজনৈতিক জল্পনা—সবকিছুর মাঝেই পর্যটন শহরটি ছাড়লেন এনসিপির শীর্ষস্থানীয় পাঁচ নেতা। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট তাঁরা কক্সবাজারে পৌঁছান। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার কিছু পর তাঁরা হোটেল ত্যাগ করেন।
হোটেল কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সফরের দিনগুলিতে কিছুটা ব্যক্তিগত সময়ও কাটিয়েছেন নেতারা। বৃহস্পতিবার সকালে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম তাঁর স্ত্রী আয়শা খানমকে নিয়ে বান্দরবানে ঘুরতে বের হন। তবে রাতে তাঁরা আর হোটেলে ফেরেননি। অন্যদিকে, দলের বাকি চার সদস্য দিনভর হোটেলেই অবস্থান করেন।
হোটেল প্রাসাদ প্যারাডাইজের জেনারেল ম্যানেজার ইয়াকুব আলী বলেন, ‘এনসিপি নেতারা বেলা ১২টা পর্যন্ত হোটেল কক্ষ বুকিং রেখেছিলেন। সকালে দু’জন সস্ত্রীক ঘুরতে বের হলেও রাতে হোটেলে ফিরেননি। অন্যরা হোটেলে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১২টার পরপরই তারা দুটি গাড়িযোগে হোটেল ছেড়ে চলে যান।’
মঙ্গলবার কক্সবাজারে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা—হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, খালিদ সাইফুল্লাহ এবং সারজিস আলমের স্ত্রী আয়শা খানম। তাঁদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে নানা গুঞ্জনের সৃষ্টি হয়। সফরের শুরুতে তাঁরা উখিয়ার ইনানী এলাকার সী পার্ল হোটেলে এক রাত অবস্থান করেন।
বুধবার দুপুর পৌনে ১টায় তাঁরা সী পার্ল হোটেল ছাড়েন এবং পরবর্তীতে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের পাশে অবস্থিত হোটেল প্রাসাদ প্যারাডাইজে উঠেন।