চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের দুই নেতা আটক
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০২:০৩ পিএম, ০৭ আগস্ট ২০২৫

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপির দুটি অঙ্গসংগঠনের শীর্ষ দুই নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক হওয়া ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম এবং জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফা।
বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ড থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি যৌথ দল তাদের গ্রেপ্তার করে এবং পরে জেলা পুলিশ কার্যালয়ে হস্তান্তর করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “আসলামের বিরুদ্ধে চাঁদাবাজির নানা অভিযোগ রয়েছে। যার কারণে তাকে এসপি স্যার ডেকে নিয়েছেন। তার বিরুদ্ধে গোয়েন্দাদের অসংখ্য অভিযোগ রয়েছে।”
এ বিষয়ে নারায়ণগঞ্জ ডিবির ওসি জহির বলেন, “তোফাকে আটক করে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ের তথ্যের জন্য আপনাদের এসপি স্যারের সঙ্গে কথা বলতে হবে।”
জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “তোফা এবং আসলামকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মামলা বা অভিযোগের বিস্তারিত জানানো হয়নি। তবে আটকের বিষয়টি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।