হোটেল পরিবর্তন করেছেন হাসনাত-সারজিসরা, গুজবে বিব্রত তারা


হোটেল পরিবর্তন করেছেন হাসনাত-সারজিসরা, গুজবে বিব্রত তারা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে হঠাৎ কক্সবাজার সফরে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতা। বর্তমানে তারা কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি অভিজাত আবাসিক হোটেলে অবস্থান করছেন।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে নেতারা শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরের সী-পার্ল হোটেল ত্যাগ করেন বলে হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এরপর তারা কলাতলীর একটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ সেরে বিকেল ৩টার দিকে সৈকতের পাশে ‘প্রাসাদ প্যারাডাইজ’ হোটেলে উঠেছেন। হোটেলে অবস্থানকালীন সময় স্থানীয় কয়েকজন এনসিপি সংগঠক তাদের সঙ্গে দেখা করেন। তবে হোটেল কর্তৃপক্ষ ও এনসিপি কর্মীরা সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একজন স্থানীয় নেতা জানান, সফরটি পুরোপুরি ব্যক্তিগত বলে মনে হচ্ছে এবং নেতারা ‘গুজবের কারণে’ বিব্রত হয়েছেন।

উল্লেখ্য, এই সফরে অংশ নেওয়া পাঁচ নেতা হলেন: মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং তার স্ত্রী ও দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

গতকাল (৫ আগস্ট) সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে ইনানীর দিকে রওনা দেন তারা। সারজিস আলমের স্ত্রীও সফরে তাদের সঙ্গে ছিলেন।

সফরের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে যে, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করতেই এই পাঁচ নেতা কক্সবাজারে গেছেন। যদিও পরে জানা যায়, এই তথ্য ভিত্তিহীন এবং বর্তমানে পিটার হাস যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।

তবে হঠাৎ এই সফর নিয়ে এনসিপি’র ভেতরেই শুরু হয়েছে প্রশ্ন। বিকেলে দলটির পক্ষ থেকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় পাঁচ নেতার কাছে। রাজনৈতিক পর্ষদকে অবহিত না করে এই সফরের ব্যাখ্যা দিতে বলা হয়েছে নোটিশে।

দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এনসিপি’র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সামনে লিখিত ব্যাখ্যা দিতে হবে এবং সশরীরে উপস্থিত হতে হবে।

যদিও নোটিশের জবাব দেওয়ার জন্য বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরের মধ্যেই ঢাকায় ফেরার কথা বলা হয়েছে, কিন্তু কক্সবাজার থেকে তাদের প্রস্থান সংক্রান্ত নির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×