কক্সবাজার জেলা কারাগারে কয়েদির মৃত্যু
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৫৬ পিএম, ০৩ আগস্ট ২০২৫

কক্সবাজার জেলা কারাগারে কয়েদি নুর হোসেন (৫০) মৃত্যু বরণ করেছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে হঠাৎ অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জাবেদ মেহেদী। তিনি বলেন, “হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।”
জেল সুপার আরও জানান, মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নুর হোসেন কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়া (৯ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত নছু মিয়ার ছেলে। তিনি ‘ফোর মার্ডার’ নামে পরিচিত চারটি হত্যাকাণ্ডের মামলার ২ নম্বর আসামি।
ঘটনাটি ঘটেছিল গত ৬ এপ্রিল, কুতুপালংয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজের চাচাতো ভাই-বোনদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন এক নারী তিনদিন পর মৃত্যুবরণ করেন।
নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), তার চাচাতো ভাই মো. আব্দুল মান্নান (৩৬), মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮) এবং রওশন আরা। এই হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। উখিয়া থানায় এই মামলার দুটি পৃথক হত্যা মামলা রুজু করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার উপ-পরিদর্শক তপু বড়ুয়া জানান, নিহত আব্দুল্লাহ আল মামুনের মা ছমুদা বেগমের পক্ষ থেকে দায়ের করা মামলায় নুর হোসেন গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।