নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা হেরোইনসহ গ্রেপ্তার


নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা হেরোইনসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ মাহমুদকে বিপুল পরিমাণ হেরোইনসহ আটক করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতের দিকে স্থানীয় আটি ভূমি পল্লী আবাসন এলাকার প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

গ্রেপ্তারকৃত আরিফ মাহমুদ (৩৫) সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা এবং সিরাজ উদ্দিন সরকারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, "আরিফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে ১০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।"

তিনি আরও জানান, এর আগেও আরিফ মাহমুদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সাতটি মাদক মামলা ছিল। সর্বশেষ ঘটনায় নতুন করে আরও একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×