কক্সবাজারে জুলাই শহীদদের স্মরণে শিশু শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ


কক্সবাজারে জুলাই শহীদদের স্মরণে শিশু শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পুনর্জাগরণ উপলক্ষে  জুলাই রেভুলোশনারি এলাইয়েন্স এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে পালিত হয়েছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি।

জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের অবদানকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ৩ আগস্ট রবিবার দুপুরে কক্সবাজার শহরের নর্থ স্টার ইন্টারন্যাশনাল স্কুলে “এক শহীদ, এক বৃক্ষ” স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।

জুলাই রেভুলোশনারি এলাইয়েন্স কক্সবাজার জেলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এবং তাঁদের আত্মত্যাগের প্রতীকী স্বীকৃতিস্বরূপ শহীদের নামে গাছ রোপণ করা হয়।

এই সময় নর্থ স্টার ইন্টারন্যাশনাল স্কুলে প্রধান শিক্ষক নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “জুলাই শহিদদের এই উদ্যোগ সময়োপযোগী ও জুলাইয়ের ত্যাগকে ধারণ করে দেশের উন্নয়নে সবাই এক সাথে কাজ করব"। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই রেভুলোশনারি এলাইয়েন্স কক্সবাজার জেলা কমিটির সদস্য ইমরুল আজিম, শামশুল আলম শ্রাবণ,মিনার হাসান, আরিয়ান ফারাবি, সালাউদ্দিন আইয়ূবী, ওয়াহিদ আমির, রিয়াজ উদ্দিন ও হুমায়ুন কবির রিফাত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×