ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার


ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণ করা স্বর্ণ ব্যবসায়ী দুলাল রায়কে অপহরণের ৯ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২ আগস্ট) ভোররাতে রাজধানীর জুরাইন এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ভুক্তভোগী দুলাল রায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈবরদী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ননী গোপাল রায়।

জেলা গোয়েন্দা পুলিশের তথ্যমতে, শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজার থেকে বাড়ি ফেরার পথে দুলালকে অপহরণ করা হয়। অপহরণকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরে দুলালের ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে তার স্ত্রীর কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে।

ঘটনার পরপরই দুলালের স্ত্রী আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে জেলা পুলিশের নির্দেশে গোয়েন্দা পুলিশ ও আড়াইহাজার থানা যৌথভাবে উদ্ধার অভিযানে নামে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম জানান, প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের চলাচলের গাড়ির অবস্থান শনাক্ত করা হয়। পরিস্থিতি আঁচ করতে পেরে অপহরণকারীরা জুরাইন এলাকায় দুলালকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

নারায়ণগঞ্জ (সার্কেল) সহকারী পুলিশ সুপার মেহেদি হাসান বলেন, অপহরণকারীদের মোবাইল ফোন চালু থাকায় প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম চলছে।

পুলিশ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×