কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চারজনের


কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চারজনের

রেললাইনে অটোরিকশা উঠে পড়ার পর ভয়াবহ দুর্ঘটনা ঘটল কক্সবাজারের রামুতে। দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় যাত্রীবাহী সিএনজিচালিত যানটি দুমড়ে-মুচড়ে যায়, প্রাণ হারান চারজন। গুরুতর আহত আরও একজন মৃত্যুর সঙ্গে লড়ছেন।

শনিবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশের তথ্যমতে, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রশিদনগর এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভয়াবহ প্রাণহানি ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পুলিশ সুপার শাকিলা সুলতানা বলেন, "আমরা এখন পর্যন্ত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। আহত আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।"

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায় রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×