টেকনাফে মাছ ধরার নৌকায় দুই লাখ ইয়াবা, আটক ৪


টেকনাফে মাছ ধরার নৌকায় দুই লাখ ইয়াবা, আটক ৪

টেকনাফের উপকূলে মাছ ধরার একটি নৌকায় মিলেছে বিপুল পরিমাণ ইয়াবা। র‍্যাবের অভিযানে উদ্ধার হয়েছে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টেকনাফের সাবরাং নয়াপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ আলম (৪২), ফিরোজ আহমেদের ছেলে নুরুল আবসার (২১), আব্দুস সালামের ছেলে মো. শওকত আলম (১৯) এবং নুর হোসেনের ছেলে মো. আকিল (১৮)।

র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন, সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্ডার ডেইল ঘাটে একটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোটে মাদক পাচারের প্রস্তুতি চলছে। পাচারকারীরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র সরানোর উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।

এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে র‍্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। অভিযানে নৌকার ভেতর থেকে দুই লাখ ইয়াবা ট্যাবলেট, আনুমানিক এক লাখ টাকার মাছ ধরার জাল এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সময় চারজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×