ঘর ভাড়া নিয়ে বিএনপি কার্যালয়, বকেয়া চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:১৮ পিএম, ৩০ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি দোকানের বকেয়া ভাড়া চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হয়েছেন দোকান মালিক জাহাঙ্গীর হোসেন। অভিযোগ উঠেছে, স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে তাকে মারধর করা হয়, যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
ঘটনাটি ঘটে আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে। নিহত জাহাঙ্গীর হোসেন (৫৮) ওই এলাকার বাসিন্দা তালেব আলীর ছেলে। তিনি পেশায় মুদি দোকানি ছিলেন এবং বাজারে তার চারটি দোকান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত বছর ৫ আগস্টের পর থেকে সালমদী বাজারের একটি দোকান বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মিয়া প্রধান ওই দোকানসহ মোট তিনটি দোকান ভাড়া নেন বছরে ৩০ হাজার টাকায়। তবে দুটি দোকানের ভাড়া নিয়মিত পরিশোধ করলেও, যেটি কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল সেটির ভাড়া তিনি দেননি বলে দাবি করেছেন নিহতের ছেলে রাসেল মিয়া।
রাসেল জানান, সকালে তার বাবা ভাড়া চাইতে গেলে বিএনপি কার্যালয়ে তোতা মেম্বারের সঙ্গে তর্ক হয়। পরে তোতার ছেলে খোকন মিয়া, রাসেল মিয়া, ভাতিজা সাদ্দাম হোসেন, আলম হোসেনসহ কয়েকজন তাকে মারধর করেন। একপর্যায়ে জাহাঙ্গীর হোসেন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরিবার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত তোতা মেম্বার ও তার সহযোগীরা আত্মগোপনে রয়েছেন। ফলে তাদের মন্তব্য জানা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারি বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ এ ধরনের ঘটনা ঘটালে বিএনপি দায় নেবে না। অপরাধী যেই হোক তার শাস্তি হওয়া উচিত। বিএনপি অপরাধীদের প্রশ্রয় দেয় না।”
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়াও এ বিষয়ে বলেন, বিএনপি কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। তার একটাই পরিচয় অপরাধী। দলের নাম ব্যবহার করে যদি কেউ অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। দাফনের পর মামলা করা হবে বলে জানান তিনি।