সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষার্থীদের
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:১৩ পিএম, ২২ জুলাই ২০২৫

সিলেটে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিকেলে রাজপথে নামে শিক্ষার্থীরা। বিভিন্ন কলেজ থেকে মিছিল নিয়ে তারা সমবেত হন সিলেট শিক্ষা বোর্ডের সামনে, পরে সড়ক অবরোধ করে প্রতিবাদে অংশ নেন।
২২ জুলাই বিকেল ৪টার দিকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা সিলেট-জকিগঞ্জ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এর আগে তারা শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্লোগান দিতে দিতে এসে জমায়েত হন শিক্ষা বোর্ডের সামনে। সেখানেই চলতে থাকে বিক্ষোভ ও ক্ষোভ প্রকাশ।
প্রতিবাদকারীরা জানান, ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় না নিয়ে কর্তৃপক্ষ এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে বিলম্ব করেছে। তারা জানান, গভীর রাতে, রাত ৩টার দিকে এসে তারা পরীক্ষার স্থগিতাদেশের খবর পেয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিব হাসান বলেন, “শিক্ষা উপদেষ্টা ও সচিবের ব্যর্থতার কারণেই আজ আমরা রাজপথে। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
মদন মোহন কলেজের শিক্ষার্থী কামরুল বলেন, “শিক্ষা ব্যবস্থায় অব্যবস্থাপনা ও কর্তাব্যক্তিদের অবহেলা তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। তাই দায়ীদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।”
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়, যেখানে সরকারের শিক্ষা খাতের অব্যবস্থাপনা নিয়ে নানা প্রতিবাদী বার্তা লেখা ছিল।
এ প্রতিবাদ কর্মসূচিতে সিলেটের বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন বলে জানা গেছে।