লক্ষ্মীপুরে লাশ হয়ে ফিরল মাইলস্টোনের সায়ান, বাড়িতে শোকের মাতমৎ


লক্ষ্মীপুরে লাশ হয়ে ফিরল মাইলস্টোনের সায়ান, বাড়িতে শোকের মাতমৎ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে সপ্তম শ্রেণির ছাত্র সায়ান ইউসুফের (১৪) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে সায়ানের মরদেহ বশিকপুরের গ্রামের বাড়িতে আনা হয়। বিকেল ৩টায় বশিকপুরের গ্রামের বাড়িতে জানাজা শেষে সায়ানের মরদেহ দাফন করা হয়েছে। 

এদিকে সায়ানের শোকে তার দাদি কামরুন নাহার ও মাসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। কেউ তাদের কান্না থামাতে পারছেন না। শেষবারের মতো তাকে দেখতে আশপাশের মানুষ ও স্বজনরা বাড়িতে এসে ভিড় করছেন। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।
 
জানা গেছে, সোমবার (২১ জুলাই) বিমান বিধ্বস্তের পর আহত হয় সায়ান। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সায়ান মারা যায়। 

নিহত সায়ান লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের পাল বাড়ির সন্তান। তার বাবা এএফএম ইউসুফ মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও মা শামীমা শাম্মী মাইলস্টোন স্কুল শাখার রসায়নের শিক্ষক। তারা উত্তরা ১০ নম্বর সেক্টরে ভাড়া থাকতেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×