খুলনায় বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও দুই
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:২১ পিএম, ১৯ জুলাই ২০২৫
খুলনা নগরীতে বিষাক্ত দেশি মদ (বাংলা মদ) পান করে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে বয়রা পুজাখোলা ইসলামিয়া কলেজ মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন—বয়রা শেরের মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), জংশন রোডের গৌতম কুমার শীল (৪৭), আজিবর (৫৯) এবং শেখ তোতা (৬০)।
এছাড়া একই ঘটনায় অসুস্থ অবস্থায় আরও দুজন উজ্জ্বল ও সাত্তার কে খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এসআই আবদুল হাই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই ব্যক্তিরা ঘরে তৈরি রেক্টিফাইড স্পিরিটজাতীয় অ্যালকোহল পান করেন। এতে চুনের পানি ও ঘুমের ট্যাবলেট মেশানো ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মদ পান করার কিছুক্ষণ পরেই তারা বমি ও পেটে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করেন এবং দ্রুত হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় একে একে পাঁচজনের মৃত্যু হয়।
প্রথমে নিহতদের পরিবার বিষয়টি গোপন রাখলেও সন্ধ্যার দিকে মৃত্যুর ঘটনা জানাজানি হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির বলেন, “অতিরিক্ত বা বিষাক্ত অ্যালকোহল গ্রহণের কারণেই মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর। মৃতদের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”