
দিনাজপুরে টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে আকাশ মেঘাচ্ছন্ন, সঙ্গে পড়ছে টিপটিপ বৃষ্টি। ভোর ও সন্ধ্যায় নেমে আসছে ঘন কুয়াশা, আর তাপমাত্রা নেমে গেছে ২.২ ডিগ্রি সেলসিয়াস। ফলে শুক্রবার সকাল থেকেই শহরের রাস্তাঘাটে মানুষকে শীতের পোশাক পরে চলাফেরা করতে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘মোন্থার’-এর প্রভাবে দিনাজপুরে এই বৈরী আবহাওয়া শনিবার পর্যন্ত স্থায়ী হতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী, রোববার থেকে সূর্যের দেখা মিলতে পারে।
স্থানীয়দের মতে, হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় অন্য জেলার তুলনায় দিনাজপুরে শীত আগেই অনুভূত হয়। গত কয়েকদিন ধরে সকাল ও সন্ধ্যায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে গিয়ে যান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। সদর উপজেলার মাসিমপুর এলাকার কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘গত বছর এই সময়ে কুয়াশার সঙ্গে হালকা শীত ছিল, এবার হঠাৎ ঘন কুয়াশার সঙ্গে শীত পড়েছে। দুই দিন ধরে সূর্য দেখা না মেলায় মনে হচ্ছে, পুরো শীত এসে গেছে।’
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যানুসারে, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কম।
ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, ‘ঘূর্ণিঝড় মোন্থারের প্রভাবে আকাশে ঘন মেঘমালা বিরাজ করছে, তাই সূর্যের আলো মেলছে না।’
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।