পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসান
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৫১ পিএম, ৩১ অক্টোবর ২০২৫
 
                                পুলিশ একাডেমি সারদা থেকে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসান উল্লাহ বুধবার (২৯ অক্টোবর) সকালে অপ্রত্যাশিতভাবে নিখোঁজ হয়ে গেছেন। পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম জানিয়েছেন, সকাল থেকেই তিনি অফিসে উপস্থিত নন।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে একাডেমিতে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানকে গ্রেপ্তারের জন্য বুধবার ভোর ৬টার দিকে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের সময়েই তিনি একাডেমি থেকে অজানা কারণে পালিয়ে যান।
পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ডিআইজি এহসান বুধবার সকাল থেকে অফিসে অনুপস্থিত। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল বলে জেনেছি। বর্তমানে তিনি নিখোঁজ, এবং তার অবস্থান সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে।"
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, "ডিআইজি এহসান উল্লাহ আগেই জানতে পেরেছিলেন যে তাকে গ্রেপ্তার করতে একটি টিম সারদায় যাচ্ছে। খবর পাওয়ার পর তিনি মোটরসাইকেলযোগে একাডেমি থেকে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, তিনি রাজধানীমুখি হয়েছেন।"
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    