যারা ক্ষমতায় ছিল, তারা লুটপাট, দুর্নীতি, দুর্বৃত্তায়ন করেছে: এ্যানি


যারা ক্ষমতায় ছিল, তারা লুটপাট, দুর্নীতি, দুর্বৃত্তায়ন করেছে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছর নির্বাচনের সুযোগ হয়নি। যারা ক্ষমতায় ছিল, তারা এমনি এমনি পালিয়ে যায়নি। তারা গণশত্রুতে পরিণত হয়েছে, জনশত্রুতে পরিণত হয়েছে। লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দুর্বৃত্তায়ন করেছে। এজন্য আজকের বাংলাদেশে জনগণের প্রত্যাশা বেশি। রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তির কাছে মানুষের প্রত্যাশা এতটাই বেশি যে, মানুষ চায় রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে গুণগত পরিবর্তন হোক।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে ক্বেরাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। আস-সুফফা যুব ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

দলের নেতাকর্মীদের সতর্ক করে এ্যানি বলেন, “সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কোনভাবে দলের নাম ব্যবহার করে যদি আমরা ক্ষতি সাধন করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঠিক সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, ওই ধরনের কোন সুযোগ বিএনপিতে রাখা হবে না। যেহেতু এই পার্টির প্রতি মানুষের প্রত্যাশা সবচেয়ে বেশি। এজন্য নেতৃবৃন্দকে সজাগ-সতর্ক থেকে কাজ করতে হবে। প্রত্যেকটি পদক্ষেপ নিতে হবে সাধারণ মানুষের কল্যাণ ও এলাকার উন্নতির জন্য।”

তিনি আরও বলেন, “দেশে এখনো নির্বাচন হয়নি, নির্বাচিত প্রতিনিধি হয়নি। ষড়যন্ত্র এখনও বিভিন্নভাবে কাজ করছে। কিন্তু এই সমাজটা আমাদের, আমাদেরই ঠিক রাখতে হবে। আমাদের আলোর বার্তা এমনভাবে সমাজ ও মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যেন কোনোভাবে মাদক বড় ব্যাধি হিসেবে কাজ করতে না পারে।”

এ্যানি বলেন, “মাদকের সঙ্গে সন্ত্রাস জড়িত। রাহাজানি, চুরি, ডাকাতি, টাউটারি, বাটপারি সবই এতে জড়িত। আমাদেরকে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।”

আস-সুফফা যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সামছুল আলম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ ঈসমাইল, জেলা বিএনপির সদস্য সচিব হাসিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান এবং লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বত প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×