মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:১৭ পিএম, ৩১ অক্টোবর ২০২৫
রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ বৃহস্পতিবার এক বিশেষ অভিযানের মাধ্যমে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকালে তাদের হেফাজত থেকে ৪৫০ গ্রাম গাঁজা, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ছুরি, একটি চাকু এবং একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানটি দিনব্যাপী চলেছে এবং শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত হয়। অভিযানের ফলে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিজাম (৪৫), ফয়েজ রাব্বি (১৯), আকাশ (২০), শাহিদ হাসান রিপন (২০), জামাল (৪২), জহিরুল (২৫), হৃদয় (২১), জাহেরুল (১৯), আবুল কালাম আজাদ (৪৭), ইয়াসিন (২০), দেলোয়ার (৩২), জসিম ওয়াসিম (২০), শাহীন (২৫), ইয়াসিন মোল্লা (২৮), আকাশ অন্ধকার (৩২), শাকিব (২২), শিমুল (২৫) এবং কাজী কাজল (২০)।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চুরি, দস্যতা, চাঁদাবাজি, নিয়মিত মামলা, সড়ক পরিবহন আইন এবং ডিএমপি অধ্যাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ আরও জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চালানো হবে।