শিলং থেকে আসছে কক্সবাজারের নব্য গডফাদার: নাসিরউদ্দিন পাটোয়ারী


শিলং থেকে আসছে কক্সবাজারের নব্য গডফাদার: নাসিরউদ্দিন পাটোয়ারী

কক্সবাজারে অনুষ্ঠিত “জুলাই পদযাত্রা” কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ‘নতুন গডফাদার’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী।

 শনিবার (১৯ জুলাই) দুপুরে পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত সমাবেশে তিনি বলেন, “আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন কক্সবাজারে নব্য গডফাদার এসেছে শিলং থেকে। জমি দখল, চাঁদাবাজিসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েছে সে।”

নাসিরউদ্দিন সরাসরি নাম না নিলেও ইঙ্গিত করে বলেন, “সে সংস্কার বোঝে না, পিআর বোঝে না। কক্সবাজারবাসী এই সংস্কারবিরোধীদের রাস্তায়ই প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।”

সমাবেশে বক্তব্য দেন এনসিপি নেতা নাহিদ ইসলামও। তিনি বলেন, “জুলাই মাসেই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নিয়ে কেউ আপত্তি জানালেই সংস্কার আটকে থাকবে না। আমরা ৩ আগস্ট শহীদ মিনারে সমবেত হয়ে জুলাই সনদ আদায় করব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র, গডফাদারতন্ত্র ও পরিবারতন্ত্র নির্মূল করাই আমাদের লক্ষ্য। নতুন করে আর কোনো গডফাদারকে মাথাচাড়া দিতে দেব না।”

কর্মসূচিতে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম সচিব এসএম সুজাউদ্দিন।

এদিন বেলা ১২টা ৪৫ মিনিটে কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে শুরু হওয়া এনসিপির জুলাই পদযাত্রা শেষ হয় পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে। এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় এবং কক্সবাজারে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

সমাবেশ শেষে এনসিপি নেতারা বান্দরবানের উদ্দেশ্যে রওনা হন। পথে রামু, ঈদগাঁও ও চকরিয়ায় একাধিক পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×