কক্সবাজারে পৌঁছেছেন এনসিপির নেতাকর্মীরা


কক্সবাজারে পৌঁছেছেন এনসিপির নেতাকর্মীরা

কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে শহরে পৌঁছেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। শনিবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে নেতারা কক্সবাজারে পৌঁছান।

জানা যায়, কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ ছাড়া রিংরোড, টার্মিনাল, কলাতলীসহ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী বলেন, এনসিপির সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ। কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে পৌঁছেছেন। তারা সমাবেশে ভাষণ দেবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×