আ.লীগ এখন জঙ্গি সংগঠনের আচরণ করছে: নাহিদ ইসলাম


আ.লীগ এখন জঙ্গি সংগঠনের আচরণ করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। ১৭ জুলাই (বৃহস্পতিবার) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। এ হামলায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্র আবারও ফুটে উঠেছে। এ হামলায় প্রশাসনের ভেতর থেকে স্যাবোটাজ (ষড়যন্ত্র) হয়েছে কি না তাও খতিয়ে দেখতে হবে। তাদের অবস্থান সে রকমই ছিল।

আমরা পুলিশের ক্লিয়ারেন্স পাওয়ার পরই আমরা সেখানে যাই। পুলিশ প্রশাসন প্রথম থেকে সতর্ক হলে এমন ঘটতো না। আওয়ামী লীগ এখন জঙ্গি সংগঠনের আচরণ করছে। গোপালগঞ্জ থেকে হামলা হলো। এমন হামলা অন্যান্য জেলায়ও হতে পারে।

তিনি বলেন, ফরিদপুর থেকে কর্মসূচি (পদযাত্রা) অব্যাহত থাকবে। মাদারীপুর শরীয়তপুরে পরে কর্মসূচি দেওয়া হবে। এনসিপি প্রতিটি জেলায় কর্মসূচি করবে।

বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের জনগণের জন্যই আমার সেখানে গিয়েছিলাম। আমরা তাদের জন্য কথাও বলেছি। সমাবেশ শেষ করে মাদারীপুর রওনা দিয়ে আমরা হামলার শিকার হই। যা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাজ। পুলিশ ক্লিয়ারেন্স দিয়েও আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় আমরা গোপালগঞ্জ থেকে খুলনা চলে আসি।

সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তানজিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×