বাসায় চুরি করতে ঢুকে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ


বাসায় চুরি করতে ঢুকে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাতের এ ঘটনায় মঙ্গলবার সকালে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন ওই নারীর স্বামী।

জানা গেছে, ঘটনার সময় ওই পুলিশ সদস্য কর্মস্থলে ছিলেন। দুই শিশুসন্তান নিয়ে তাঁর স্ত্রী বাসায় ছিলেন। ধর্ষণের পাশাপাশি দুর্বৃত্ত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বরাতে চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, সোমবার রাত ৩টার দিকে এক যুবক রান্নাঘরের জানালা কেটে ওই পুলিশ সদস্যের বাসায় ঢোকে। তার হাতে একটি ধারাল দা ও টর্চলাইট ছিল। বাসায় ঢুকেই চোর ওই পুলিশ সদস্যের স্ত্রীকে ভয়-ভীতি দেখিয়ে দুটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করে। এ সময় সঙ্গে থাকা দুই শিশুসন্তান ভয়ে কান্নাকাটি করতে থাকে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর মা ও সন্তানদের কান্নার আওয়াজ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে রাতেই ওই নারীর স্বামী থানায় যান। পরদিন তিনি মামলা করেন।

ওসি আরও জানান, পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×