ইসলামের নাম দিয়ে লেবাসধারীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী


ইসলামের নাম দিয়ে লেবাসধারীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপির নাম বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালালে তা সহ্য করা হবে না।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলের প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “কিছু নিরীহ তরুণকে সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথা বলানো হচ্ছে। সমাজে এখন মব জাস্টিস একটি ক্যানসারে রূপ নিয়েছে। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা শান্তিপূর্ণভাবে রাজনীতি করে এবং সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে চায়।”

তিনি অভিযোগ করেন, ইসলামের নামে লেবাসধারীরা বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে। অথচ গণতান্ত্রিক সমাজে রাজনীতি করার অধিকার সবার রয়েছে। বিএনপিকে চাঁদাবাজির দল বলা হচ্ছে, অথচ প্রশ্ন থেকে যায় কিছু উপদেষ্টার এপিএসরা কীভাবে এত টাকার মালিক হলো? কারও কারও বাড়ি হওয়ার খবরও শোনা যাচ্ছে। কিন্তু এসবের কোনো তদন্ত হচ্ছে না।

তিনি আরও বলেন, “তারেক রহমানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, যা অনেকের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তাকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে।”

লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর থেকেই বিএনপির ভেতরে চক্রান্ত শুরু হয়েছে বলে দাবি করেন রিজভী। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি চাঁদাবাজ, সন্ত্রাসী বা দখলবাজদের জায়গা নয়। এ দলের আদর্শ স্পষ্ট, এবং তা ভিত্তি করে দলকে সংগঠিত করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×