আলোচিত সাত খুন মামলার বিষয়ে দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়া হবে: অ্যাটর্নি জেনারেল


February 4 2025/অ্যাটর্নি জেনারেল.jpg

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। খুব তাড়াতাড়ি দেশের মানুষ এ ব্যাপারে রেজাল্ট পাবে।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি এবং জেলার সরকারি কৌসুলি ও পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত ও বিচারকাজ সম্পন্ন করা প্রয়োজন। সেই অগ্রাধিকার এরইমধ্যে নির্ধারিত হয়েছে। আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। 

নিহত ব্যক্তির পরিবার মামলার বাদি না হওয়া এবং মিথ্যা মামলায় হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করছি। জাতিকে আশ্বস্ত করছি, ভিকটিমের পরিবার যাতে ন্যায় বিচার পায়। কেউ যাতে মিথ্যা মামলায় হয়রানি না হয়। এজন্য আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধনী প্রস্তাব করা হয়েছে।  

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলা সম্পর্কে তিনি বলেন, ত্বকী হত্যা মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। এ মামলা কোন পর্যায়ে রয়েছে সেটি জেনে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। স্পর্শকাতর হিসেবে আবরার ফাহাদ, মেজর সিনহা হত্যা মামলা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ত্বকীর মামলাটিও এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ মামলা। কীভাবে এ মামলার বিচারকাজ দ্রুত  শেষ করা যায় তা আমরা চিন্তা করছি।  

উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর ও বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ সম্পর্কে তিনি বলেন, প্রস্তাব এসেছে। এগুলো এখনও বিবেচনাধীন। 

নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ জাকির, খোরশেদ মোল্লা, সরকার হুমায়ুন কবির, আনোয়ার প্রধান প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×