নবাবগঞ্জে যুবদল নেতার মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে রহস্য
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৪৩ পিএম, ০৬ জুলাই ২০২৫
.jpg)
ঢাকার নবাবগঞ্জ উপজেলার মৃধাকান্দা এলাকায় নিজ বাড়ির পাশের একটি ক্ষেত থেকে স্থানীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ জুলাই) সকালে তার মরদেহ দেখতে পেয়ে স্বজন ও এলাকাবাসী উদ্ধার করেন। এর এক ঘণ্টা আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাড়িতে গিয়েছিল বলে জানা গেছে।
নিহত আমজাদ হোসেন নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মৃধাকান্দা গ্রামের বাসিন্দা এবং মৃত আবদুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। একটি মামলায় তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
স্বজনদের ভাষ্যমতে, ভোর ৪টার দিকে পুলিশ আমজাদকে ধরতে তার বাড়িতে উপস্থিত হয়। কিন্তু তাকে না পেয়ে পুলিশ ফিরে যায়। পরে তার স্ত্রী ধারণা করেন, আমজাদ নামাজ পড়তে গেছেন। ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় কয়েকজন মুসল্লি ক্ষেতের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হত্যা’ অভিযোগ ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা আমজাদের বাড়িতে ভিড় করেন। নিহতের ভাই জাহিদুল ইসলাম বলেন, “আমার ভাইয়ের বহু রাজনৈতিক প্রতিপক্ষ ছিল। পুলিশ আসার পরপরই কীভাবে তার মরদেহ পাওয়া গেল, সেটা পরিষ্কার নয়।”
মেয়ে আশা আক্তার জানান, তার বাবার মুখে ও চোখের কোণে আঘাতের চিহ্ন দেখা গেছে, তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, “ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা জরুরি। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।”
ঢাকাওয়াচ/এমএস