স্ত্রীর অভিযোগে মাদকাসক্ত স্বামীর ৬ মাসের কারাদণ্ড
- পাবনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:২০ পিএম, ০৫ জুলাই ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় স্ত্রীর অভিযোগে সজীব আহমেদ (৩০) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ শনিবার (৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সজীব আহমেদ উপজেলার সদর ইউনিয়নের নৌবারিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পরিবার সূত্র জানায়, সজীব মাদকাসক্ত একজন যুবক।
মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই স্ত্রী আকলিমা খাতুনকে মারধর করে। এক পর্যায়ে নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে আকলিমা খাতুন থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ শুক্রবার সরজমিনে তদন্তে গেলে মাদক সেবন করা অবস্থায় সজীবকে হাতেনাতে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সজীবকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ সময় সজীবকে আরো এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত সজীব আহমেদকে ছয় মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।