কক্সবাজারের রামুতে জুমার নামাজে গিয়ে চার কিশোর নিখোঁজ
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৪৪ পিএম, ০৫ জুলাই ২০২৫

কক্সবাজারের রামু উপজেলায় জুমার নামাজ পড়তে গিয়ে চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে রামু বাইপাস এলাকার একটি মসজিদে নামাজ পড়তে গিয়ে তারা নিখোঁজ হয় বলে জানা গেছে।
নিখোঁজ চার শিক্ষার্থীর মধ্যে রয়েছে আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির, সৈয়দ উল্লাহর ছেলে সাহেদ সৈয়দ, নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (বৈলতলী, কাউয়ারখোপ) এবং কলিম উল্লাহর ছেলে উমর ফারুক ইমন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, জুমার নামাজে অংশ নিতে বাড়ি থেকে বের হয় ছেলেরা। কিন্তু নামাজ শেষে আর তারা বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় খোঁজ করেও তাদের কোনো হদিস পাওয়া যায়নি।
ঘটনার পর রামু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রামু থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ জানিয়েছেন, নিখোঁজদের পরিবার থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ তাদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ঢাকাওয়াচ/এমএস