স্বামীকে মারধর করে স্ত্রীকে গণধর্ষণ, মামলার প্রধান আসামি গ্রেফতার


February 4 2025/image-193913-174558.jpg

ভোলার তজুমদ্দিনে স্বামীকে মারধর করে স্ত্রীকে গণধর্ষণের মামলায় প্রধান আসামি মো. আলাউদ্দিন ও মামলার ২ নম্বর আসামি মো. ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া এ মামলার ৭নং আসামি রাছেল, ৩ নাম্বার আসামি ধর্ষিতার সতিনকে আটক করেছে পুলিশ। আর ৫ নাম্বার আসামি মো. মানিককে বুধবার ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে র্যাব-৮ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আলাউদ্দিন ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. ইয়াছিনের ছেলে ও মো. ফরিদ একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ গ্রামের নেজামুল হক নেজুর ছেলে। মানিক চাঁদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুরুল হকের ছেলে।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার জানান, গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. আলাউদ্দিনকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া থেকে ও মামলার ২ নাম্বার আসামি মো. ফরিদকে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বোরহানউদ্দিন উপজেলা খেয়াঘাট ব্রিজসংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এর আগে ওই মামলার ৩ নাম্বার আসামিকে সোমবার পুলিশ ও ৫ নাম্বার আসামি মো. মানিককে বুধবার দুপুর আড়ারইটার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে র্যাব-৮ গ্রেফতার করেছে।

উল্লেখ্য, শনিবার (২৮ জুন) রাত ও রোববার দিনভর ৪ লাখ টাকা চাঁদার দাবিতে ঢাকার একটি হোটেলে চাকরি করা এক বাবুর্চিকে পিটিয়ে নির্যাতন করার পাশাপাশি আটকে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সোমবার রাতে মামলা করেন তিনি। মামলায় চিহ্নিত ৭ জন ও অজ্ঞাত ৪-৫ জনের কথা উল্লেখ করেন। অভিযুক্ত আসামিদের ৬ জনই বিএনপির শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের রাজনীতিতে জড়িত বলে স্থানীয়রা জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×