নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বেতন কমিশন


নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বেতন কমিশন

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ন্যায্য ও কার্যকর নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে। কমিশন ইতিমধ্যেই অনলাইনে পরিচালিত চারটি প্রশ্নমালার মাধ্যমে প্রাপ্ত সাধারণ জনমত ও সুপারিশ যাচাই-বাছাই এবং পর্যালোচনা করছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবরণীতে বলা হয়েছে, কমিশন ইতোমধ্যে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন বা সমিতির সঙ্গে বৈঠক করে তাদের মতামত সংগ্রহ করেছে। প্রাপ্ত সুপারিশ ও মতামতকে কমিশন বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা করছে। তারা আশা করছে, নির্ধারিত সময়সীমার মধ্যে বেতন কাঠামো সংক্রান্ত সুপারিশ সরকারকে উপস্থাপন করা সম্ভব হবে।

উল্লেখ্য, ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশন বা সমিতি এই চারটি বিভাগে অনলাইনের মাধ্যমে প্রশ্নমালার মাধ্যমে মতামত প্রদান করে। কমিশন এখন সেই সব মতামত ও সুপারিশ বিশ্লেষণ করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×