রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল থেকে ১৩১ জন গ্রেপ্তার


রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল থেকে ১৩১ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিক মিছিল আয়োজনের ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩১ জন নেতাকর্মী।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ মঙ্গলবার, ২১ অক্টোবর, এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, “রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।”

গ্রেপ্তারের ঘটনা ঘটে একই দিন, ২১ অক্টোবর, যখন রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এর এক দিন আগে, সোমবার ২০ অক্টোবরেও, দিনব্যাপী চালানো অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছিল।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, এই ধরপাকড় চলমান থাকবে এবং যেকোনো ধরনের অবৈধ রাজনৈতিক কর্মকাণ্ড দমন করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×