মোংলা বন্দরে ভিড়লো ৪ বিদেশি বাণিজ্যিক জাহাজ
- খুলনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:১৬ পিএম, ০২ জুলাই ২০২৫

নতুন অর্থবছর ২০২৫-২৬-এর প্রথম দিনে বিপুল পরিমাণ আমদানিকৃত পণ্য নিয়ে গতকাল মঙ্গলবার রাতে মোংলা বন্দরে একসঙ্গে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ)’র জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিঙ্গাপুরের পতাকাবাহী কোটা রেস্টু নামের জাহাজটি ২৯৯ টিইইউ কনটেইনার ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ নিয়ে জেটি নম্বর ৫-এ নোঙর করে। পানামার পতাকাবাহী এমটি হাই-ইয়াং জাহাজটি চিটাগুড় নিয়ে জেটি নম্বর ৬-এ ভেড়ে।
এ ছাড়া, সিয়েরা লিওন পতাকাবাহী এমভি হিস্ট্রি এডওয়ার্ড জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ নিয়ে জেটি নম্বর ৭-এ এবং পানামার পতাকাবাহী এমভি ডিএস প্রপার্টি পাওয়ার গ্রিড কোম্পানির যন্ত্রাংশ নিয়ে জেটি নম্বর ৯-এ নোঙর করে।
বর্তমানে মোংলা বন্দরে আরও ১৪টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে দুটি বহির্নোঙ্গরে সাতটি হারবারিয়ায় ও একটি গ্যাস কোম্পানির পয়েন্টে রয়েছে।
এসব জাহাজে আসা পণ্যের মধ্যে রয়েছে— যন্ত্রাংশ, চিটাগুড়, পাথর, চাল, কয়লা, ক্লিংকার, এলপিজি, ফ্লাইঅ্যাশ ও সার।
বন্দর কর্মকর্তারা বলছেন, ‘মোংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা এবং আমদানিকৃত পণ্যের বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটি দেশের আন্তর্জাতিক বাণিজ্যে মোংলার গুরুত্ব বাড়ার ইঙ্গিত দেয়।’