মোংলা বন্দরে ভিড়লো ৪ বিদেশি বাণিজ্যিক জাহাজ


February 4 2025/image-212482-1751459781.jpg

নতুন অর্থবছর ২০২৫-২৬-এর প্রথম দিনে বিপুল পরিমাণ আমদানিকৃত পণ্য নিয়ে গতকাল মঙ্গলবার রাতে মোংলা বন্দরে একসঙ্গে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ)’র জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিঙ্গাপুরের পতাকাবাহী কোটা রেস্টু নামের জাহাজটি ২৯৯ টিইইউ কনটেইনার ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ নিয়ে জেটি নম্বর ৫-এ নোঙর করে। পানামার পতাকাবাহী এমটি হাই-ইয়াং জাহাজটি চিটাগুড় নিয়ে জেটি নম্বর ৬-এ ভেড়ে।

এ ছাড়া, সিয়েরা লিওন পতাকাবাহী এমভি হিস্ট্রি এডওয়ার্ড জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ নিয়ে জেটি নম্বর ৭-এ এবং পানামার পতাকাবাহী এমভি ডিএস প্রপার্টি পাওয়ার গ্রিড কোম্পানির যন্ত্রাংশ নিয়ে জেটি নম্বর ৯-এ নোঙর করে।

বর্তমানে মোংলা বন্দরে আরও ১৪টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে দুটি বহির্নোঙ্গরে সাতটি হারবারিয়ায় ও একটি গ্যাস কোম্পানির পয়েন্টে রয়েছে।

এসব জাহাজে আসা পণ্যের মধ্যে রয়েছে— যন্ত্রাংশ, চিটাগুড়, পাথর, চাল, কয়লা, ক্লিংকার, এলপিজি, ফ্লাইঅ্যাশ ও সার।

বন্দর কর্মকর্তারা বলছেন, ‘মোংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা এবং আমদানিকৃত পণ্যের বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটি দেশের আন্তর্জাতিক বাণিজ্যে মোংলার গুরুত্ব বাড়ার ইঙ্গিত দেয়।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×