ব্রাহ্মণবাড়িয়ায় দুই দলের সংঘর্ষে আহত ৪০


ব্রাহ্মণবাড়িয়ায় দুই দলের সংঘর্ষে আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধের জেড়ে দুই গোষ্ঠির সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাকশিমুল বাজারের একটি জায়গা নিয়ে পাকশিমুল গ্রামের বড় পাড়ার সাধুর গোষ্ঠীর নূরে আলমের সাথে বড় বাড়ি গোষ্ঠীর মোহাম্মদ রউফ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে উভয় গোষ্ঠীর বিপুল সংখ্যক দাঙ্গাবাজ টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ব্যাপক ধাওয়া পালটা-ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

সরাইল সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার তপন সরকার জানান, জায়গা জমি নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×