ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে বিস্ফোরণ, আতঙ্ক


ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে বিস্ফোরণ, আতঙ্ক

ব্রাহ্মণবাড়িয়া শহরতলীতে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বিরাসার বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের নির্মাণকাজ চলার কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কের কিছু অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিরাসার এলাকায় প্রায়ই খানাখন্দের কারণে যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটে। ভোররাতে কুমিল্লা অভিমুখী গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গর্তে উল্টে গেলে আগুন ধরে যায়। এরপর বিকট শব্দে সিলিন্ডারগুলো বিস্ফোরিত হতে শুরু করে।

বিস্ফোরণের শব্দে কয়েকটি ভবনের জানালার কাঁচ ফেটে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর উপ-পরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আতঙ্ক সৃষ্টি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×