জনগণ অতি দ্রুত নির্বাচন চায়: প্রিন্স


জনগণ অতি দ্রুত নির্বাচন চায়: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আচরণ জনগণকে বিস্মিত করছে। তিনি জাপানে বলেছেন, সব দল নয়, একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় ময়মনসিংহের হলুয়াঘাটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজারে হোটেল ইমেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে প্রিন্স বলেন, একটি দল নয়, বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল, রাষ্ট্র শক্তিসমূহ, সুশীল সমাজ ও জনগণ অতি দ্রুত নির্বাচন চায়।

তিনি বলেন, দেশের স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনের বৃহত্তর স্বার্থে দ্রুত নির্বাচন জরুরি। সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচন বিলম্বের সুযোগ নেই। গত ১০ মাসে সংস্কার ও বিচার আলোর মুখ দেখলো না কেন, জাতি তা জানতে চায়।

উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আকিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব আলী অজগরের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির সদস্যসচিব আবদুল আজিজ খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×