কয়রা নদীর চরে বাঁশের খুঁটির সঙ্গে শিকলে বাঁধা মরদেহ উদ্ধার


কয়রা নদীর চরে বাঁশের খুঁটির সঙ্গে শিকলে বাঁধা মরদেহ উদ্ধার

খুলনার কয়রা নদীর চর থেকে বাঁশের খুঁটির সঙ্গে শিকলে তালাবদ্ধ অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নারানপুর গ্রামের মৃত মনজেল সানার ছেলে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টার সময় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, কয়রা থেকে খুলনাগামী লঞ্চের যাত্রীরা সকালে খুলনা যাওয়ার পথে চরে খুঁটির সঙ্গে শিকলে তালা অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে নারানপুর লঞ্চঘাটে খবরটি পৌঁছে দেয়। স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কয়রা থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×