মাদারীপুরে শেষ হলো মাসব্যাপী অনুর্ধ্ব ১৪ সাঁতার প্রশিক্ষণ


মাদারীপুরে শেষ হলো মাসব্যাপী অনুর্ধ্ব ১৪ সাঁতার প্রশিক্ষণ

মাদারীপুরে সনদ বিতরনের মধ্য দিয়ে শেষ হয়েছে মাসব্যাপী অনুর্ধ্ব ১৪ সাঁতার প্রশিক্ষণ। শনিবার (১৭ মে) জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরন করে জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২৪-২৫ অর্থ বছরের আওতায় সাঁতার প্রশিক্ষণ প্রতিযোগিতা মাধ্যমে বাছাইকৃত ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মাসুমুল হক, জাহিদুর রহমান খান, আতিকুর রহমান লাবলু ও জুবায়ের আহমেদ নাফি প্রাক্তন খেলোয়াড়, কোচ সহ অন্যরা।

এ বিষয়ে জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন জানান, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণ আমাদের শেষ। এখন আমরা চূড়ান্ত তালিকা থেকে ৪ জন কে বিভাগীয় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রেরণ করবো।  

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×