রূপসায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


রূপসায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

খুলনার রূপসা থানাধীন খুলনা-ঢাকা মহাসড়কের যাবুসা টোল প্লাজার পূর্ব পাশে ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ জুলফিকার আলী রিপন (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. ফরহাদ হোসেন জানান, শনিবার (১৭ মে) বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা থেকে খুলনাগামী ইমাদ পরিবহনের বাসে তল্লাশির সময় সন্দেহভাজন ওই ব্যক্তির কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। 

এ সময় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় রূপসা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×