মাদারীপুরের ডাসারে সরকারি খাল দখলমুক্ত করলো উপজেলা প্রশাসন


মাদারীপুরের ডাসারে সরকারি খাল দখলমুক্ত করলো উপজেলা প্রশাসন

মাদারীপুরের ডাসারে সরকারি খালের পানি নিষ্কাশনের জায়গা অবৈধভাবে ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করায় অভিযান পরিচালনা করলেন উপজেলা প্রশাসন।

আজ শনিবার (১৭ মে)  সকালে কাজী বাঁকাই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কাসেম হাওলাদারের বাড়ীর কাছ থেকে এ অভিযান পরিচালনা করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন ডাসার থানা পুলিশ, আনসার সদস্যসহ গণমাধ্যমকর্মীরা। 

অভিযান কালে জানা যায়,পাথুরিয়ারপাড় থেকে কাজী বাকাই ইউনিয়ন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার পানি নিষ্কাশনের জায়গা অবৈধভাবে ভরাট করে খালের মধ্যে একাধিক ব্যক্তিগত রাস্তা নির্মাণ করেন স্থানীয় কিছু প্রভাবশালী মহল। দীর্ঘদিন ধরে পানির প্রবাহ বন্ধ থাকায় ব্যাহত হয় কৃষি সেচ ব্যবস্থা। খালের পানির প্রবাহ সচল রাখতে খাল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা  করেন উপজেলা প্রশাসন। এসময় প্রবাহমান খালের মধ্যে গড়ে ওঠা একাধিক ব্যক্তিগত রাস্তা এস্কেভেটর (ভেকু) দিয়ে খালের মধ্যে থাকা রাস্তার মাটি কেটে অপসারণ করে খাল দখলমুক্ত করা হয়।

এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, সরকারি খালের জায়গা ভরাট করে বেশ কিছু জায়গায় অবৈধভাবে রাস্তা নির্মাণ করা হয়েছে। বর্ষা মৌসুমে পানির প্রবাহ যাতে ঠিক থাকে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক,তাদের নোটিশ দেওয়া হলেও তারা পানির প্রবাহ সচল রাখেননি। খালের পানির প্রবাহ সচল রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।  সামনে আরও এ অভিযান পরিচালনা  অব্যাহত থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×